দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

মশার লার্ভা মারতে দক্ষিণ ২৪ পরগনায় ছাড়া হবে ৩২ লক্ষ গাপ্পি মাছ

August 3, 2023 | < 1 min read

জেলায় ছাড়া হবে ৩২ লক্ষের বেশি গাপ্পি মাছ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ষায় বিভিন্ন এলাকায় জল জমতে শুরু করেছে। ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মশার লার্ভা নষ্ট করতে পুরসভাগুলির তরফে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই পরিস্থিতিতে মশার লার্ভা মারতে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ছাড়া হবে ৩২ লক্ষের বেশি গাপ্পি মাছ। তবে গতবারের তুলনায় এবার অনেকটাই কম পরিমাণ মাছ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ব্লক ভিত্তিক তার বণ্টন শুরু হয়ে গিয়েছে।

মশার লার্ভা নষ্ট করতে পুরসভাগুলির তরফে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু প্রতিবারের মতো এবারও খাল, বিল, নালা ইত্যাদি জলাশয়ে লার্ভা যাতে জমতে না পারে, তার জন্য এই গাপ্পি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দক্ষিণ ২৪ পরগনায় গতবার ৮৩ লক্ষ গাপ্পি মাছ দেওয়া হলেও, কেন এবার এত কম বরাদ্দ করা হল, তা স্পষ্ট নয়। এবারে জেলায় দেখা যাচ্ছে, বারুইপুর, ফলতা এবং কুলতলিতে তুলনামূলক ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। আর সেখানেই গাপ্পি মাছ কম বরাদ্দ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gappi Fish, #dengue, #south 24 parganas

আরো দেখুন