বিনোদন বিভাগে ফিরে যান

৫৭ বছরে এরকম এনার্জি – কার কথা বললেন মহিন্দ্রার কর্ণধার?

August 3, 2023 | < 1 min read

৫৭ বছরে এরকম এনার্জি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কয়েকদিন আগেই প্রকাশ্যে এসছে Jawan সিনেমার প্রথম গান ZindaBanda। এই গান ৩টি ভাষাতে মুক্তি পেয়েছে। বাদশাহ শাহরুখ খানের এনার্জি আর এই গান নতুন উন্মাদনা তৈরি করেছে পুরো ভারতে। সকলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই গানকে।

আরও আলোড়ন ফেলে দিলেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। ZindaBanda গানটির ভিডিও টুইট করে প্রশংসায় ভরিয়ে দিলেন শাহরুখ খানকে এবং বললেন এই হিরো ৫৭ বছরের আর এরকম এনার্জি থাকলে জিন্দা বান্দা এরকমই হওয়া উচিত।

বাদশাহ শাহরুখ খান পাল্টা টুইট করে লেখেন, ‘জীবন খুব ছোট এবং দ্রুত স্যার, জীবনের সঙ্গে চলার চেষ্টা শুধু। চেষ্টা করি যতখুশি বিনোদন দেওয়ার।’

দুইজনের এই কথোপকথন নজর কেড়েছে নেট দুনিয়ায়। শাহরুখ খান ভক্তরা তো দুজনের কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন। এর আগেও পাঠান সিনেমার সাফল্য নিয়ে টুইট করে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন শাহরুখ খানকে মাহিন্দ্রা কর্ণধার আনন্দ মহিন্দ্রা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Song, #Shahrukh Khan, #Jawan, #Anand Mahindra, #Zinda Banda

আরো দেখুন