উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের আবহাওয়ার ভোলবদল। ক্রমে সরে যাচ্ছে নিম্নচাপ। ফলে আজ থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বিকেল পর্যন্ত হাল্কা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। তারপর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। কিছুটা দুর্বল হয়ে অবস্থান করছে পুরুলিয়া ও ঝাড়খণ্ডের ওপর । এরপর ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ফলে পশ্চিমের কয়েকটি জেলা বাদ দিলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমে যাবে বৃষ্টির দাপট। ২৪ ঘন্টা পর ফের দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা ।
আপাতত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ৪ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে।
অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও হাল্কা বৃষ্টি হতে পারে।