খেলা বিভাগে ফিরে যান

CFL 2023: ঘরের মাঠে ভবানীপুরের বিরুদ্ধে আটকে গেল লাল-হলুদ ব্রিগেড

August 3, 2023 | < 1 min read

ঘরের মাঠে ভবানীপুরের বিরুদ্ধে আটকে গেল লাল-হলুদ ব্রিগেড

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পরপর ২ ম্যাচে পাঁচ গোলে জিতেও কলকাতা ফুটবল লিগের টেবিল টপার ভবানীপুরের বিরুদ্ধে আটকে গেল ইস্টবেঙ্গল ক্লাব। বৃহস্পতিবারের ঘরের মাঠে খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু ৯০ মিনিট শেষে ১-১ গোলে ড্র করে কোনওরকমে হার বাঁচাল তারা। অর্থাৎ বি গ্রুপের সেকেন্ড বয় হয়েই থাকতে হচ্ছে তাদের।

সেকেন্ড হাফের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে লাল-হলুদ বাহিনী। ৫৪ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফিরিয়ে আনেন দীপ সাহা। কর্নার থেকে এক সতীর্থের শট গোলপোস্টে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। সেই বলে পালটা শট মেরে তিনি ম্যাচের স্কোর ১-১ করে দেন। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিট শেষে ৮ মিনিট অতিরিক্ত সময়েও কোনপক্ষ‌ই আর গোল করতে পারে নি। ম্যাচ সেরার পুরস্কার পান ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড দীপ সাহা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Draw, #CFL 2023, #East Bengal, #Bhawanipur

আরো দেখুন