দেশ বিভাগে ফিরে যান

বাড়িতে ED যাবে-সংসদে দাঁড়িয়ে বিরোধীদের হুমকি খোদ মন্ত্রীর?

August 3, 2023 | < 1 min read

সংসদে দাঁড়িয়ে বিরোধীদের হুমকি খোদ মন্ত্রীর?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার সংসদে দিল্লি অধ্যাদেশ বিলের বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি নজিরবিহীনভাবে বিরোধীদের হুমকি দিলেন, “চুপ থাকুন, নইলে ED আপনার বাড়িতে আসতে পারে”।

ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি বিল ২০২৩ নিয়ে লোকসভায় আলোচনার সময়, মীনাক্ষী লেখি বিরোধী সাংসদদের চুপচাপ বসে থাকতে বলেন, অন্যথায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) টিম তাদের বাড়িতে যাবে। দিল্লি বিলের সমর্থনে বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ মীনাক্ষী।

বিরোধীরা বারংবার নানান সরকারি এজেন্সি দিয়ে তাদের ওপর চাপ বাড়ানোর জন্য সরকারকে দায়ী করেছেন। এবার কি তাহলে খোলাখুলি সেই অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী? প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে।

দেখে নিন সেই ভিডিও :

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Enforcement Directorate, #Oppositions, #Meenakshi Lekhi, #Parliament

আরো দেখুন