রাজ্য বিভাগে ফিরে যান

লক্ষ্য ২০২৪, ভোটের স্বার্থে ‘দুর্গাপুজো’-কে কাজে লাগাতে তৎপর বঙ্গ BJP?

August 3, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশের বিধানসভা ভোটে বঙ্গে ম্লান বিজেপি। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনেও ভরাডুবি অবস্থা তাদের। এই দুর্দশা থেকে বাঁচতে এবার দুর্গা আরাধনায় ব্রতী হবে বঙ্গ বিজেপি? বিজেপি সূত্রে খবর, দুর্গাপুজোয় জনসংযোগ বাড়াতে জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপি। সেই নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে দুর্গাপুজোয় রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকের নেতা, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। এছাড়াও জানা গেছে, বুধবার জেলা সভাপতিদের কাছে ১০ দফা নির্দেশ পাঠিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্যএই ‘শারদীয়’ নির্দেশটি।

প্রসঙ্গত, কলকাতায় গত কয়েক বছর ধরে একটি পুজো করে আসছে পদ্মশিবির। যদিও এ বছর সেই পুজো হবে কি না, তা স্পষ্ট নয়। তবে এবার শুধু কলকাতা নয়, রাজ্য জুড়েই দুর্গাপুজোর নির্দেশ পাঠাল রাজ্য বিজেপি নেতৃত্ব।

জানা গেছে, ১০ দফা নির্দেশের মধ্যে অন্যতম ভোটার তালিকা সংশোধন। যদিও এই কাজে বিজেপি বরাবরই পিছিয়ে থাকে তারা। নির্দেশে বলা হয়েছে, ২০২৪-এর লোকসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের এটাই শেষ সুযোগ। তাই অত্যন্ত গুরুত্ব সহকারে এই কাজ করতে হবে। বুথে ভিত্তিক বিজেপি সমর্থকের নাম তালিকাভুক্ত করতে হবে। বিএলওদের নিয়ে নাম তোলানোর কাজ করতে হবে। মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে।

রাজনৈতিক মহলের মতে, বাংলার দুর্গাপুজোয় প্রভাব বিস্তার করতে চাইছে বিজেপি। দুর্গাপুজোয় সক্রিয় অংশগ্রহণ করে বিশেষ নজর কাড়তে তৎপর বিজেপির রাজ্য নেতৃত্ব। চব্বিশের লোকসভা ভোটের স্বার্থে কলকাতার গন্ডি পার করে এবার সারা বাংলায় দুর্গাপুজোর বাজারে পা রাখতে চাইছে পদ্মশিবির। তযে কী আসন্ন লোকসভা ভোটে রামকে ছেড়ে দুর্গাতে ভরসা করতে শুরু করেছেন বঙ্গ বিজেপি, উঠছে সে প্রশ্নও।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #durga puja, #Lok Sabha Election 2024

আরো দেখুন