পর্যটনে জোয়ার আনতে শতাব্দী প্রাচীন এই মাঠেই হবে বায়ো ডাইভারসিটি পার্ক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশ সীমান্তে পর্যটনে জোয়ার আনতে একটি বায়ো ডাইভারসিটি পার্ক তৈরির উদ্যোগ রাজ্যের। জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনে ঢোলোগ্রামে রয়েছে একটি গঙ্গা মন্দির সংলগ্ন মাঠের জলাশয়ের সৌন্দর্যায়ন ও প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে জীব বৈচিত্র্যকে তুলে ধরা হবে।
বাংলাদেশ সীমান্তবর্তী খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের ঢোলোগ্রামে রয়েছে একটি গঙ্গা মন্দির। এই মন্দির ও তাকে ঘিরে প্রতিবছর আয়োজিত হয় মেলা। মন্দির কমিটি সূত্রে জানা গেছে ১৮৮৯ সাল থেকে ঢোলোগ্রামে এই মন্দিরে নিত্যপুজো হয়। রাজ্য সরকার এই মন্দিরের ঐতিহ্য ও মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে গঙ্গা মন্দিরের মেলার মাঠকে বায়ো ডাইভারসিটি পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ১৮৮৯ সাল থেকে ঢোলোগ্রামে একটি টিনের ছাউনি দিয়ে গঙ্গা মন্দিরে পুজো শুরু হয়। এর পাশাপাশি পূজিত হন গঙ্গা, মহাদেব ও কালী। মন্দিরের মেলার মাঠে প্রতিবছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বহু মানুষের সমাগম হয়। পুণ্যার্থীরা যমুনা নদীতে বারুণী স্নান করেন। সপ্তাহব্যাপী মেলা চলে। এবার সেই শতবর্ষ পুরনো মন্দিরকে কেন্দ্র করেই বায়ো ডাইভারসিটি পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হল। সম্প্রতি জেলাশাসকের দপ্তর থেকে আধিকারিকরা এসে মন্দির ও সংলগ্ন মেলার মাঠ ঘুরে দেখে গিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন মিললে খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানা গেছে।