খেলা বিভাগে ফিরে যান

সুব্রত কাপে সেরার শিরোপা জিতে নিল বাংলার চাষির মেয়ে

August 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় ফুটবলের আঁতুরঘর যে টুর্নামেন্ট সেটা হল সুব্রত কাপ। দেশের সেরা স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নজির গড়ল বাংলার মেয়ে। অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিভাগে লাইমলাইটে ছিল মালদহ জেলার গাজোলের প্রত্যন্ত গ্রামের চাষির মেয়ে লক্ষ্মী মুদি।

ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা। চোখে জাতীয় দলে খেলার স্বপ্ন। সপ্তম শ্রেণি থেকেই ফুটবল খেলায় অদম্য লড়াই ছিল লক্ষ্মীর। জানা গেছে, লক্ষ্মী মুদির বাড়ি গাজোল ২নং গ্রাম পঞ্চায়েতের পাঁচপাড়া চানাভিটা গ্রামে। বয়স ১৬ বছর। দশম শ্রেণির ছাত্রী। বাবার নাম সুরেন মুদি। তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত। মা মেনকা মুদি গৃহবধূ।

হাতিমারি হাইস্কুলকে রাজ্য চ্যাম্পিয়ন করতে তার লড়াইয়ের প্রশংসা করেছে ফুটবল ক্রীড়াবিদরা। গোটা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত ৩টি গুরুত্বপূর্ণ ম্যাচে সে ৮টি গোল করেছে।

রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে লক্ষ্মীকে। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের আশা, ফুটবলে লক্ষ্মীর প্রচুর প্রতিভা, আগামীদিনে উন্নত পরিকাঠামোর মধ্যদিয়ে অনুশীলনের সুযোগ পেলে একদিন দেশের নাম ও উজ্বল করবে। প্রসঙ্গত, এনিয়ে টানা ৩বার ২০১৯, ২০২২ এবং ২০২৩-এ সুব্রত কাপে চ্যাম্পিয়ন হল হাতিমারি হাইস্কুল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Subroto Cup, #Subroto Cup 2023, #Lakshmi Mudi, #Maldah

আরো দেখুন