খেলা বিভাগে ফিরে যান

তিরন্দাজির বিশ্বকাপে ঐতিহাসিক জয় ভারতীয় মহিলাদের

August 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কম্পাউন্ড তিরন্দাজির বিশ্বকাপে ঐতিহাসিক জয় ভারতীয় মহিলাদের। দলগত ভাবে ভারতের মহিলা দল প্রথমবার সোনা জিতে বিশ্বচ্যাম্পিয়ন হল। ফাইনালে ভারতীয় মহিলারা মেক্সিকোকে হারিয়ে দিল ২৩৫-২২৯ ব্যবধানে।

এই দলে ছিল – জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচন্দ স্বামী।

ভারতীয়রা তিরন্দাজি বিশ্বকাপে এখনও পর্যন্ত জিতেছেন ৬টি সোনা, ১টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। ১৯৮১ সালে প্রথমবার ভারত অংশগ্রহণ করে তিরন্দাজি বিশ্বকাপে।

TwitterFacebookWhatsAppEmailShare

#gold, #World archery, #India, #Women

আরো দেখুন