← রাজ্য বিভাগে ফিরে যান
সেপ্টেম্বরে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকারের বিশেষ শিবির
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১ সেপ্টেম্বর ফের রাজ্যজুড়ে শুরু হচ্ছে সপ্তম দুয়ারে সরকার। এবার বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম সরকারি খাতায় নথিভুক্তির সুযোগ থাকবে। পরিযায়ী শ্রমিকদের তথ্য ভাণ্ডার তৈরিতে উদ্যোগ দিচ্ছে রাজ্য। শ্রম দপ্তরের অধীনে অসংগঠিত শ্রমিকদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্তির কাজও হবে এই শিবিরে।
বৃহস্পতিবার নবান্নের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকারের শিবির। জানা গেছে এবারে মোট ৩৫টি প্রকল্পের আবেদনপত্র নেওয়া হবে। জমা পড়া যাবতীয় সমস্যা সমাধান করতে পাড়ায় সমাধান শিবিরের কাজ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।