দেশ বিভাগে ফিরে যান

প্রতিশ্রুতি পালন করেনি BJP, পার্বত্য জনজাতিকে তপশিলি উপজাতির স্বীকৃতি দেয়নি কেন্দ্র

August 5, 2023 | < 1 min read

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এদিকে পাহাড়ের ১১টি পার্বত্য জনজাতিকে তপশিলি উপজাতির স্বীকৃতি আদায়ের দাবিতে সরব হয়েছে গোর্খা জনমুক্তি নারী মোর্চাও। আজ, শনিবার ৫ আগস্ট থেকে ৭ আগস্ট দিল্লির যন্তর মন্তরের সামনে ধর্নায় বসছে নারী মোর্চা।

পাহাড়ের মানুষের দীর্গদিনের দাবি এই ১১টি জনজাতিকে তপশিলি উপজাতির অন্তর্ভূক্তির। প্রায় ১৯৮৮ সাল নাগাদ জিএনএলএফের আমল থেকেই এই দাবিতে সরব হয়েছে পাহাড়। নিজেদের উপজাতি প্রমান করতে পাহাড়ে সুবাস ঘিসিং মূর্তি পুজোর বদলে শিলাপুজোর প্রচলন করেছিলেন। বিজেপির তরফেও একাধিকবার লোকসভা নির্বাচনের আগে এই দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যত তা বাস্তবায়ন হয়নি।

এদিকে পাহাড়ের জনজাতিদের তপশিলি উপজাতির স্বীকৃতি আদায়ের প্রতিশ্রুতি বিজেপি পালন না করায় প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রশাদ শর্মা। ফের নতুন করে এই দাবিতে আন্দোলন শুরু করে মোর্চা লোকসভা নির্বাচনের প্রাক্কালে পাহাড়ের রাজনীতির মূলস্রোতে ফিরে আসতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #central government, #Scheduled Tribes, #Hil Tribes

আরো দেখুন