খেলা বিভাগে ফিরে যান

তিরন্দাজিতে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত, ইতিহাস গড়লেন অদিতি স্বামী

August 5, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার বার্লিনে মেয়েদের কমপাউন্ড ফাইনালে মেক্সিকোকে হারিয়ে এই ইতিহাস রচনা করেছিলেন ভারতের তিন কন্যা। তাঁরা হলেন, জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি গোপীচন্দ স্বামী ও প্রণীত কাউর।

এবার ১৭ বছর বয়সে ইতিহাস গড়লেন অদিতি গোপীচন্দ স্বামী। তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি। অদিতিই ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন। হারালেন মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে। ১৪৯-১৪৭ ব্যবধানে জিতলেন অদিতি। গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি।

মাত্র ১১ বছর বয়সে তিরন্দাজি শুরু করেছিলেন অদিতি। এই বছরের শুরুতে তিরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব-১৮ বিভাগে রেকর্ড গড়েছিলেন তিনি। ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পেয়েছিলেন তিনি। আমেরিকার লিকা অ্যারিয়োলাকে ছ’পয়েন্টে হারিয়ে দিয়েছিলেন অদিতি। গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ভারতের চতুর্থ মেয়ে হিসাবে সোনা জিতেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#World archery, #Aditi goswami, #Archery

আরো দেখুন