উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

তৃণমূলের প্রতিবাদ মঞ্চে আচমকা এই BJP বিধায়কের বক্তৃতা, ঘর ওয়াপসি?

August 6, 2023 | < 1 min read

তৃণমূলের বিক্ষোভ মঞ্চে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী সরকারের বঞ্চনার প্রতিবাদে ডাকা তৃণমূলের বিক্ষোভ মঞ্চে হঠাৎ উঠে পড়লেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিধায়ক। তারপর মাইক হাতে নিয়ে বক্তৃতাও দিলেন। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের দাবি, দলীয় কর্মসূচিতে হাজির হয়ে তাদের দাবিকে মান্যতা দিয়েছেন বিজেপি বিধায়ক।

আজ রবিবার মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে ব্লক স্তরে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল তৃণমূল। সেই মতো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা এলাকায় ঠাঙাপাড়া গ্রাম পঞ্চায়েতের বাতাসকুরি মোড়ে মঞ্চ বেঁধে বক্তৃতা করছিলেন তৃণমূল নেতারা। সেই সভামঞ্চ থেকে অনতি দূরে বিজেপি বিধায়কের বাড়ি। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে বিধায়ক গঙ্গারামপুরের পুরাতত্ত্ব সর্বেক্ষণের একটি বৈঠক সেরে দুপুরে ফেরার পথে দেখেন তাঁর বাড়ির সামনে তৃণমূলের সভা। সেই সময়েই আচমকা গাড়ি থামিয়ে সোজা মঞ্চে উঠে পড়েন তিনি।

এই ঘটনাকে ‘নৈতিক জয়’ হিসাবেই দেখছে তৃণমূল। তাদের দাবি, বাংলার প্রতি মোদী সরকারের বঞ্চনা মেনে নিয়েছেন বিধায়ক। বিধায়ক মঞ্চে উঠে এসে তৃণমূলের দাবিকেই মান্যতা দিয়েছেন। উনি কেন্দ্রীয় বঞ্চনার কথা স্বীকারও করেছেন। শাসক দলের দাবি অবশ্য অস্বীকার করেছেন সত্যেন। তাঁর অবশ্য দাবি, রাজনৈতিক সৌজন্যের খাতিরেই তিনি তৃণমূলের মঞ্চে গিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১১ সালে প্রথম বার নির্বাচনে দাঁড়িয়ে গঙ্গারামপুর থেকে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন সত্যেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে গঙ্গারামপুর থেকে প্রার্থী হয়েও পরাজিত হন তিনি। সত্যেনকে হারিয়ে সেই বার বিধায়ক হয়েছিলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী গৌতম দাস। পরে যিনি তৃণমূলে যোগ দিয়ে জেলা সভাপতিও হন। এতেই ‘ক্ষুব্ধ’ হয়েছিলেন সত্যেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন সত্যেন। তাঁকে আবার পুরনো দলের সভামঞ্চ উঠতে দেখে ‘ঘর ওয়াপসি’-র জল্পনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gangarampur, #bjp, #tmc

আরো দেখুন