দেশ বিভাগে ফিরে যান

মণিপুরের BJP সরকারে বিরাট ধাক্কা, সমর্থন প্রত্যাহার শরিক দলের

August 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মণিপুরে বিরাট ধাক্কা খেল বিজেপি। মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিল NDA শরিক কুকি পিপলস অ্যালায়েন্স।

রাজ্যপালের কাছে চিঠি দিয়ে নিজেদের সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছেন দলের প্রেসিডেন্ট তংম্যাং হাওকিপ।

গত ৩ মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ মণিপুর। উত্তর পূর্বের রাজ্যে পরিদর্শন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তারপরেও পরিস্থিতির বদল হয়নি। সংঘর্ষের আবহেই দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর একটি ভিডিয়ো ভাইরাল হয়। ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। গত ৪ মে কঙ্গপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ। ২৬ সেকেন্ডের ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। মণিপুরের ঘটনার নিন্দায় সরব হয় বিভিন্ন রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, কুকি পিপলস অ্যালায়েন্স দলের ২জন বিধায়ক রয়েছেন মণিপুরের সরকারে। অন্যদিকে, রবিবারই অগ্নিগর্ভ মণিপুরে সংসদ এড়িয়ে চলছেন প্রধানমন্ত্রী মোদী। বিরোধী জোট INDIA মণিপুর ইস্যুতে সংসদে মোদীর বিবৃতির দাবিতে এখন‌ও অনড়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Manipur

আরো দেখুন