বঙ্গে ফের ভারী বৃষ্টি কবে? জানাল আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত সপ্তাহে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হয়েছিল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। তাতেও ভ্যাপসা গরম কাটেনি। আজ রবিবারও সেই আর্দ্রতাজনিত অস্বস্তি তা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি নতুন সপ্তাহে আবহাওয়া কেমন থাকবে তারও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
মৌসম ভবন সূত্রে খবর, আগামী ৩ দিনে মৌসুমী অক্ষরেখা আরো উত্তর দিকে এগোবে। তার জেরেই সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও আপাতত ভারী বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা৷ কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে।
আপাতত দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। সোমবার ভারী বৃষ্টির হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৯ আগস্ট বুধবার আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। আজ রবিবার ভারী বৃষ্টি হতে পারে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার ৯ আগস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে ।