দেশ বিভাগে ফিরে যান

ভোটে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ১৮ করার সুপারিশ সংসদীয় কমিটির, কেন?

August 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিয়রে লোকসভা নির্বাচন ২০২৪। তার আগে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার নূন্যতম বয়স কমানোর সুপারিশ করল সংসদীয় প্যানেল। সেই সুপারিশে সংসদে ও বিধানসভায় লড়াই করার ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ১৮ করার কথা বলা হয়েছে।

শুক্রবার সংসদে পেশ করা হয়’Specific Aspects of election process and their reform’ শীর্ষক ১৩২ তম রিপোর্টেষ। এই রিপোর্টেই সুপারিশ করা হয়েছে। । এই স্ট্যান্ডিং কমিটির নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ সুশীল কুমার মোদী।

কমিটির তরফে আর‌ও জানানো হয়েছে, কমিটির পর্যবেক্ষণ হল প্রার্থী হওয়ার বয়স সীমা যদি কমিয়ে দেওয়া যায় তবে আরও বেশি সংখ্যক যুব সমাজ গণতান্ত্রিক এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন। গোটা বিশ্বজুড়েই এই ব্যবস্থাটি প্রচলিত রয়েছে। কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়াতে এই ব্যবস্থা রয়েছে। সেখানে ১৮ বছর হলেই প্রার্থী হওয়া যায়। এই দেশগুলিতে দেখা যায় যুব সমাজ অত্যন্ত গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেয়।

প্রসঙ্গত বর্তমানে বিধানসভা ও লোকসভার ক্ষেত্রে ভোটে দাঁড়াতে গেলে কমপক্ষে ২৫ বছর বয়স হতে হয়। তবে কমিশন আগেই জানিয়েছিল, এই বয়স কমানোর কোনও সিদ্ধান্ত হয়নি। কারণ তাদের যুক্তি ছিল ১৮ বছর বয়সে কেউ যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন, রাজনৈতিক পরিপক্কতা থাকবে এটা ভাবা অযৌক্তিক। বিশেষজ্ঞ মহল মনে করছেন বাংলার রাজনীতিতে ‘যুবশক্তি’-র একটা বড় ভূমিকা অনুধাবন করেই হয়ত এমন চিন্তাভাবনা কেন্দ্রের মোদী সরকারের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Candidates

আরো দেখুন