খেলা বিভাগে ফিরে যান

দ্বিতীয় ম্যাচেও জয় পেল মোহনবাগান, পঞ্জাব এফসি’কে হারাল ২-০ গোলে

August 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডুরান্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর সোমবার ২-০ গোলে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি’কে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট।

এদিন হালকা বৃষ্টির মধ্যে খেল শুরু হয়। শুরুতে কোনও দলই সেরকম আক্রমণাত্মক মোডে যায়নি। দু’দলই একে অপরকে মেপে নিচ্ছিল। ঢিমেতালে শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং পঞ্জাব এফসি। ম্যাচের ২৩ মিনিট নাগাদ গোল পায় মোহনবাগান সুপার জায়ান্ট। তবে আত্মঘাতী। মনবীর সিংয়ের শট পঞ্জাব এফসির ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। মোহনবাগান ১-০ গোলে এগিয়ে যায়।

৪৮ মিনিট নাগাদ দ্বিতীয় গোল পায় মোহনবাগান। গোল করলেন হুগো বৌমাস। তবে কৃতিত্ব পাবেন দিমিত্রি পেত্রাতোস এবং লিস্টন কোলাসো। একটা নেহাত নির্বিষ বলকে বিষাক্ত করেন পেত্রাতোস এবং লিস্টন। মাঠে নেমে প্রথমবার বল ধরেই লিস্টনকে থ্রু দেন। বাঁ-প্রান্তে গোললাইনের একেবারে ধার থেকে ক্রস লিস্টনের। সেই ক্রসের সামনে একেবারে দিশাহীন হয়ে পড়েন পঞ্জাবের গোলকিপর। কী করবেন, কিছুই বুঝতে পারলেন না। যেটা করলেন, তাতে হাসি ফুটল মোহনবাগানের মুখে। এমনভাবে বলটা ক্লিয়ার করেন যে বলটা সোজা বৌমাসের পায়ে পড়ে। যিনি গোলের সামনেই ছিলেন। জীবনের সহজতম গোলটা করেন বৌমাস।

TwitterFacebookWhatsAppEmailShare

#durand cup 2023, #RoundGlass Punjab, #Mohun Bagan

আরো দেখুন