উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

জেনে নিন ২০০ বছরের প্রাচীন হিলি চামুণ্ডা মন্দিরের ইতিহাস

August 7, 2023 | < 1 min read

হিলি চামুণ্ডা মন্দির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ দিনাজপুরে যমুনা নদীর তীরে অবস্থিত প্রাচীন শহর হিলি। শোনা যায়, প্রায় ২০০ বছর আগে হিলির আদি জমিদার রমণ ধর এখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যা হিলি চামুন্ডা মন্দির নামে প্রসিদ্ধ।

চামুন্ডা দেবী প্রতিষ্ঠা সম্পর্কে নানা কিংবদন্তী ছড়িয়ে আছে। জনশ্রুতি, একদিন স্থানীয় নদীর ঘাটে স্নান করতে গিয়ে জমিদারের এক হাতি শত চেষ্টার পরেও উঠতে ব্যর্থ হয়েছিল। সেই রাতে জমিদার স্বপ্নাদেশ পান, দেবী চামুণ্ডা দুটি শিলাখণ্ডের উপর ওই স্নানের ঘাটে আবির্ভূতা হয়েছেন। পরেরদিন সকালে ঘাটে গিয়ে দুটি শিলাখণ্ডের উপর একটি নিম কাঠের খন্ড দেখতে পান । জমিদার কাঠের খণ্ডটি দিয়ে চামুন্ডার মূর্তি তৈরি করিয়ে কাছারিবাড়ির কাছে ফুল বাগানে মন্দির তৈরি করিয়ে দেবীকে প্রতিষ্ঠা করেন।

পরবর্তীকালে ওই স্থানে আরও কয়েকটি দেব-দেবী প্রতিষ্ঠা করেন তিনি এবং একটি মন্দির‌ও তৈরি করেন । বর্তমানে এই স্থানে ফুলবাগান নেই, কিন্তু মন্দিরটি ‘ফুলতলার মন্ডপ’ নামে পরিচিত।

প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার জাঁকজমকপূর্ণভাবে মা চামুণ্ডা দেবীর পুজো হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#হিলি চামুন্ডা মন্দির, #Hili Chamunda Kali Mata Mandir

আরো দেখুন