দেশ বিভাগে ফিরে যান

রাহুল আবার ‘মেম্বার অফ পার্লামেন্ট’, এবার কি ফেরত পাবেন তুঘলক লেনের বাড়ি?

August 7, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে রাহুল গান্ধী লোকসভার সদস্য পদ ফিরিয়ে দিলেন স্পিকার ওম বিড়লা। রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার পরেই সংসদে আসেন মা সনিয়া গান্ধী। রায়বরেলির সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ার পার্সন সনিয়ার মুখে দেখা যায় স্বস্তির হাসি।

রাহুল গান্ধী সংসদে এসে পৌঁছনোর অনেক আগে থেকেই সংসদের গেটের সামনে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল। ‘ইন্ডিয়া’-র শরিকরা উপস্থিত ছিলেন সংসদ ভবনের গাড়ি বারান্দার সামনে। সংসদ ভবনের বাইরে মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে প্রণাম জানিয়ে রাহুল গান্ধী। তার পর প্রবেশ করলেন সংসদে। রাহুলকে ঘিরে দেখা গেল সাংসদদের ভিড়। রাহুলকে নিয়ে সংসদে প্রবেশ করলেন মা সনিয়া গান্ধী।

আজ সকালে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা সংসদ ভবনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অফিসে মিলিত হন। তখনই রাহুলের ‘রাহুমুক্তির’ খবর আসে। সঙ্গে সঙ্গে চলে আসে মিষ্টির প্যাকেট। খাড়গে নিজে হাতে সব নেতাকে মিষ্টি খাওয়ান।

১২টার কিছু পরেই বদলে গেল রাহুলের টুইটারের ‘পরিচয় ক্ষেত্র’। রাহুল আবার সেখানে ‘মেম্বার অফ পার্লামেন্ট’ অর্থাৎ সাংসদ। সাংসদ পদ খারিজ হওয়ার পরে নিজের বিষয়ে বিবরণে রাহুল লিখেছিলেন ‘ডিসকোয়ালিফায়েড এমপি’।

‘মোদী পদবি’ মামলায় সুরাটের নিম্ন আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সাজা শোনানোর পরদিন গত ২৪ মার্চ লোকসভা সচিবালয় জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাহুলের সদস্যপদ খারিজ করে দিয়েছিল। গত শুক্রবার সুপ্রিম কোর্ট রাহুলের সাজা স্থগিত করে দেন। আজই তাঁর সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো।

সদস্যপদ খারিজ করার পর আইন অনুযায়ী রাহুলকে সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। রাহুল সেই নির্দেশ পালনও করেন। এখন দেখার, সদস্যপদ ফিরে পাওয়ার পর রাহুল তাঁর ১২, তুঘলক লেনের পুরোনো বাসভবন ফিরে পান কি না। বাস্তুচ্যুত হওয়ার পর থেকে রাহুল তাঁর মা সোনিয়া গান্ধীর সঙ্গে থাকছেন তাঁর সরকারি বাসভবন ১০, জনপথে।

সদস্যপদ ফিরে পাওয়ার ফলে সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে রাহুল যে অংশ নেবেন, মোটামুটি তা পরিষ্কার। কাল মঙ্গলবার লোকসভায় ওই প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে। আগামী বৃহস্পতিবার সরকারের পক্ষে জবাবি ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rahul Gandhi, #Member of parliament, #Tughlaq Lane residence

আরো দেখুন