খেলা বিভাগে ফিরে যান

তৃতীয় টি২০ ম্যাচে ৭ উইকেটে ক্যারিবিয়ান বধ ভারতের

August 8, 2023 | < 1 min read

তৃতীয় টি২০ ম্যাচে ৭ উইকেটে ক্যারিবিয়ান বধ ভারতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ানরা। শুরুটা ভালো করে ক্যারিবিয়ান ওপেনার ব্র্যান্ডন কিং (৪২) ও কাইল মায়ার্স (২৫)। ৫৫ রানের মাথায় প্রথম উইকেট তুলে নেয় ভারত। নিকোলাস পুরান করে ২০ রান। ১৯ বলে ৪০ রান করে অপরজিত থাকেন রভম্যান পাওয়েল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। ১টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার।

ভারত ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায়। ১ রান করে আউট হন যশস্বী জয়েসয়াল। দ্বিতীয় উইকেট ভারত হারায় ৩৪ রানের মাথায়। ৬ রান করে আউট হন শুভমন গিল। সূর্য কুমার যাদব ৪৪ বলে ৮৩ রান করে আউট হন ১২১ রানের মাথায়। সূর্য কুমার ও তিলক ভর্মা মিলে ৮৭ রানের পার্টনরশিপ গড়েন। তিলক ভার্মার অনবদ্য ব্যাটিং করেন। ৩৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিলক। সঙ্গে হার্দিক ২০ রান করে অপরাজিত থাকেন। ১৭.৫ ওভারে ভারত ৩ উইকেটে ১৬৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ক্যারিবিয়ানদের তৃতীয় টি২০ ম্যাচে ৭ উইকেটে হারিয়ে দেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি উইকেট নেন জোসেফ ও একটি উইকেট নেন ওবেড ম্যাকয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #West Indies, #Surya Kumar Yadav, #Tilak Varma

আরো দেখুন