কলকাতা বিভাগে ফিরে যান

ধর্মতলার বদলে কোথায় দাঁড়াবে শহর ও শহরতলির বাস?

August 8, 2023 | < 1 min read

ধর্মতলার বদলে কোথায় দাঁড়াবে শহর ও শহরতলির বাস?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শহর ও শহরতলি থেকে ধর্মতলামুখী সমস্ত রুটের বাস আর এসপ্ল্যানেডে দাঁড়াবে না। সোমবার পরিবহণ কর্তাদের সঙ্গে বেসরকারি বাস মালিক সংগঠনগুলির বৈঠক হয়। কলকাতা ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূষণ রোধে আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ পরিবহণ দপ্তরের।

উত্তর ও দক্ষিণের একাধিক সরকারি বাস ডিপোকে বিকল্প হিসেবে ভাবছে কলকাতা পুরসভা, পরিবহণ দপ্তর, কলকাতা পুলিস। এদিন বৈঠকের পর পরিবহণ দপ্তরের এক প্রতিনিধি জানান ধর্মতলায় সিটি সার্ভিসের বাস দাঁড়াতে দেওয়া হবে না। যাত্রী নামিয়ে ফের সেই বাসগুলিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হবে। তবে দূরপাল্লার জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে।

বাস মালিকদের বক্তব্য ধর্মতলায় এসে বাস ধরার যে সুবিধা, অন্য জায়গায় সেই সুবিধা কি আদৌ মিলবে? ট্রেন-মেট্রো-সড়কপথ-জলপথ সব দিক থেকেই ধর্মতলা কে যেভাবে সংযোগ করা যায় সেইসব সুবিধা আদৌ অন্য জায়গায় পাওয়া যাবে না বলে উদ্বেগ প্রকাশ বাস মালিকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Passengers, #Dharmatala, #Bus Stand, #Esplanade, #dharmatala bus depot, #Kolkata

আরো দেখুন