দেশ বিভাগে ফিরে যান

‘সংসদ টিভি’-তে মোদী সরকারের প্রচার, প্রতিবাদ সংসদ ভবনে

August 9, 2023 | < 1 min read

‘সংসদ টিভি’-তে মোদী সরকারের প্রচার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বহুজন সমাজবাদী পার্টির সাংসদ দানিশ আলি অভিযোগ করলেন ‘সংসদ টিভি’কে অনৈতিকভাবে কেন্দ্রীয় সরকারি কাজ ও মন্ত্রণালয়ের অধীন নানাবিধ সরকারি প্রকল্পের হিসেবনিকেশের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সংসদ টিভি’র লাইভ সম্প্রচার চলাকালীন টিভির নীচে ‘স্ক্রোলে’ দেখানো হচ্ছে মোদী সরকারের বিভিন্ন কৃতিত্ব, সম্মান এবং সরকারি মন্ত্রণালয়ের নানাবিধ রিপোর্ট কার্ড। এই ঘটনায় চমকে যায় সকল সাংসদ। তখনই লোকসভা স্পিকার ওম বিড়লাকে এই নিয়ে অভিযোগ করেন বহুজন সমাজবাদী পার্টির সাংসদ।

INDIA জোটের সাংসদরা প্রতিবাদ করে জানান যখন অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা শুরু হবে ঠিক তখনই সংসদ টিভি’র লাইভ সম্প্রচারে মোদী সরকারের এই ধরনের প্রচার ‘অসাংবিধাবিক’ এবং ‘অনৈতিক’।

TwitterFacebookWhatsAppEmailShare

#sangsad tv, #Sangsad bhaban, #TICKER, #India, #Parliament, #modi govt

আরো দেখুন