NCW-র অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ার ‘কাপুরুষদের’ বিরুদ্ধে সরব স্বস্তিকা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় নারীদের কটাক্ষের মুখে পড়তে হয় নেটিজেনদের কাছে। যদি হয় কোনও সেলিব্রিটি তাহলে তো কমেন্ট বক্সে ট্রোলিংয়ের বন্যা বয়ে যায়।
সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল এমপাওয়ারমেন্টের উপর সেমিনারের আয়োজন করে জাতীয় মহিলা কমিশন। সেই মঞ্চে আমন্ত্রিত ছিলেন বাংলা থেকে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অনেক সময় সোজাসাপটা ভাবে ট্রোলারদের কড়া জবাব দিতে দেখা যায় স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
ইনস্টাগ্রাম ও X-এ ছবি পোস্ট করে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, “জাতীয় মহিলা কমিশন থেকে রোজ রোজ কেউ ডাক পান না। সম্প্রতি সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল এমপাওয়ারমেন্ট নিয়ে যে সেমিনারের আয়োজন হয়েছিল, সেখানে প্যানেলিস্ট হিসেবে যোগ দিয়েছিলাম। বাংলায় এত বক্তা থাকতে একমাত্র আমিই ডাক পেয়েছি। আমি যেটা বিশ্বাস করি সেখানে সেইকথাই বলে এসেছি। ভুয়ো নাম নিয়ে প্রোফাইল খোলা সেসব ট্রোলাররা আদতে কাপুরুষ ছাড়া কিছু নয়। নিজেদের লজ্জা দূরে সরিয়ে রেখে এবার আমাদের সময় এসেছে ওদের শিক্ষা দেওয়ার। আমাদের নিরাপত্তা আমাদের হাতেই।”