দেশ বিভাগে ফিরে যান

টমেটোর আকাশছোঁয়া দামের ফলে কোন থালির কত খরচ বাড়ল, জেনে নিন

August 9, 2023 | < 1 min read

টমেটোর আকাশছোঁয়া দামের ফলে কোন থালির কত খরচ বাড়ল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আকাশছোঁয়া টমেটোর দাম! এক সমীক্ষায় জানা গেছে জুলাই মাসে নিরামিষ থালি তৈরিতে ৩৪ শতাংশ খরচ বেড়ে গেছে জুন মাসের তুলনায়।

আগস্ট মাসের ক্রাইসিলের ‘রুটি রাইস রেট’ রিপোর্টে দেখা যাচ্ছে নিরামিষ থালির তুলনায় আমিষ থালির খরচ ১৩ শতাংশ বেড়েছে।

রিপোর্টটি অনুযায়ী জুলাই মাসে টমেটোর দাম প্রতি কেজি ১১০ টাকা। জুন মাসে ছিল প্রতি কেজি ৩৩ টাকা। টমেটোর দাম আকাশছোঁয়া হওয়ার পাশাপাশি আলু ও পেঁয়াজের দাম বেড়েছিল ৯ এবং ১৯ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#tomato price hike, #price hike, #tomatoes

আরো দেখুন