দেশ বিভাগে ফিরে যান

ডালের দাম আকাশছোঁয়া হতে পারে, জানুন কেন?

August 9, 2023 | < 1 min read

ডালের দাম আকাশছোঁয়া হতে পারে, জানুন কেন?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী ডালের দাম অনেকটাই বাড়বে। কেন এমন হবে দেখে নেওয়া যাক কারণ। এই বছরের বর্ষায় পূর্ব ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি কম হয়েছে। গত বছরের তুলনায় খারিফ শস্য কম চাষ করা হয়েছে যার মধ্যে ডাল অন্যতম। রিপোর্ট বলছে বাজারে ডালের দাম এমনিতেই বেশ থাকে। এবার যদি চাষ কম হয়, যোগানও কম থাকবে। যার ফলে আকাশছোঁয়া হতে পারে ডালের দাম।

ব্যাঙ্কের রিপোর্টটিতে দেখা যাচ্ছে গত বছর খারিফ শস্য বোনা হয়েছিল ৮৩২ লক্ষ ৮০ হাজার। এই বছর সেটা ০.৩ শতাংশ জমিতে কম ফসল চাষ হয়েছে, অর্থাৎ, ৮৩০ লক্ষ ৩০ হাজার হেক্টর। এই বছর ৯৬.৮ লক্ষ হেক্টর জমিতে ডাল চাষ হয়েছে যেখানে গত বছর যেখানে ১০৯.১ লক্ষ হেক্টর জমিতে ডাল চাষ হয়েছিল। পরিসংখ্যান বলছে এই বছর ১৪.১ শতাংশ কম চাষ হয়েছে বিউলির ডাল, ১৬ শতাংশ কম চাষ হয়েছে অড়হর ডাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#daal, #price hike, #cost, #pulses

আরো দেখুন