মণিপুরে মানবাধিকার লঙ্ঘন – সরব USA, বেসামাল মোদী সরকার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হিংসাদীর্ণ মণিপুর নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার বিরোধী দল INDIA, এবার সেই তালিকায় নয়া সংযোজন মোদীর বন্ধু রাষ্ট্র USA। মণিপুরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সমালোচনা থেকে পিছু হটবে না আমেরিকা, কেন্দ্রকে বার্তা দিয়েছে ওয়াশিংটন। সোমবার মার্কিন প্রশাসনের এই ঘোষণায় কার্যত চাপে মোদী সরকার।
আগামী সেপ্টেম্বরে জি-২০ বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েকদিন আগে মণিপুর ইস্যুতে নয়াদিল্লির ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছিল ওয়াশিংটন। তা নিয়ে কেন্দ্রের সাফাই ভুল তথ্যের ভিত্তিতে আমেরিকা এমন মন্তব্য করেছে। কিন্তু ফের মণিপুর নিয়ে বিবৃতি দিয়ে বাইডেন প্রশাসন বুঝিয়ে দিয়েছে ভারতের সাথে যতই সুসম্পর্ক থাক, তারা মোটেই মণিপুর নিয়ে ভুল তথ্যের ভিত্তিতে মন্তব্য করে নি।
৩ মাসের বেশি সময় ধরে মণিপুরে জ্বলছে হিংসার আগুন। জাতি দাঙ্গা থামাতে ব্যর্থ বিজেপি তথা মোদী সরকার। এমনকি এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর বিবৃতির দাবিতেও উত্তাল সংসদ। এহেন পরিস্থিতিতে গোদের উপর বিষফোঁড়ার মতো বাইডেন প্রশাসনের মন্তব্যে বেসামাল মোদী সরকার। রাজনৈতিক মহল মনে করছে, ভারত সফরে মণিপুর নিয়ে কী কথা বলবেন বাইডেন? এই প্রশ্নই ভাবাচ্ছে মোদী সরকারকে।
মার্কিন বিদেশ দপ্তর সূত্রে খবর, খ্রিস্টানদের উপর নির্যাতনের বিরোধিতা করেছে আমেরিকা। তাদের মতে সকল ধর্মের মানুষের উপর নির্যাতনের বিরোধী মার্কিন প্রশাসন। এছাড়াও, মণিপুরে খ্রিস্টান কুকি সম্প্রদায়ের উপর মেইতেইদের আক্রমণ নিয়েও সরব আন্তর্জাতিক বিশ্ব।