খেলা বিভাগে ফিরে যান

শেষ ৫ বছরে BCCI-র আয়ের পরিমাণ কত? জানুন বিস্তারিত

August 11, 2023 | < 1 min read

শেষ ৫ বছরে BCCI-র আয়ের পরিমাণ কত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: BCCI-র আয়ের পরিমাণ জানলে চোখ কপালে উঠতে বাধ্য ক্রিকেটপ্রেমী ও সাধারণ মানুষের। BCCI যে কতটা ধনী বোর্ড একটি রিপোর্টে চোখ রাখলেই দেখতে পাবেন।

অর্থমন্ত্রকের প্রকাশিত একটি রিপোর্ট জানিয়েছে BCCI গত পাঁচ বছরে কত আয় করেছে ও কত কর দিয়েছে।

রাজ্যসভায় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর লিখিত হিসেব অনুযায়ী BCCI পাঁচ বছরের লাভ করেছে ১২,৪০০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষে ব্যয় হয়েছিল ৩০৬৪ কোটি টাকা ও আয় করেছিল ৭৬০৬ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে ব্যয় হয় ৩০৮০ কোটি টাকা ও আয় হয় ৪৭৩৫ কোটি টাকা।

২০২০-২১ অর্থবর্ষে BCCI ৮৪৪.৯২ কোটি টাকা আয়কর দিয়েছিল যেখানে ২০২১-২২ অর্থবর্ষে BCCI ১১৫৯ কোটি টাকা আয়কর জমা করেছে। ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবর্ষে আয়করের পরিমাণ ছিল যথাক্রমে ৫৯৩.৬৩ কোটি, ৮১৫.০৮ কোটি ও ৮৮২.২৯ কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Income, #Board of Control for Cricket in India, #BCCI, #Tax, #Revenue

আরো দেখুন