নতুন নির্দেশিকা যাদবপুরের হোস্টেলে, মৃত ছাত্রের পরিবারের পাশে থাকার আশ্বাস মমতার
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার গভীর রাতে স্বপ্নদীপের বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ফোনে দুঃখপ্রকাশের পাশাপাশি আশ্বাস দিলেন পরিবারের পাশে থাকার।
ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলেন মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর বাবা রমাপ্রসাদ কুণ্ডু। খুনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্য়ালয়ের এক প্রাক্তন ছাত্রকে আটক করল পুলিশ। সৌরভ চৌধুরী নামে ওই প্রাক্তন ছাত্রের নাম ছিল মৃত ছাত্রের বাবার করা এফআইআরে। এই অভিযোগের পরই শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় সৌরভকে। থানায় রেখে চলছে জিজ্ঞাসাবাদ
হস্টেলে বহিরাগত ও প্রাক্তনীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল যাদবপুর কর্তৃপক্ষ। একটি নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, নতুন বয়েজ হস্টেলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রদের মেইন হস্টেল থেকে সরানো হচ্ছে। যদি কোনও প্রাক্তনী বা বহিরাগত নিয়ম ভাঙে তাহলে তাদের নাম জমা দিতে হবে সুপারিনটেন্ডেডকে।
যাদবপুর ইউনিভার্সিটিতে আজ বৈঠক বসছে অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড। স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে রিপোর্ট চেয়েছে ইউজিসি।