আজ রাজ্যে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন
August 11, 2023 | < 1 min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকবে বলে জানাল আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের প্রায় সব জেলায় মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে আজ থেকে।
#rainfall, #West Bengal, #Weather forecast, #weather office report, #Weather Update
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে কোনও ট্রেন ছাড়বে না।
#Sealdah #Trains #Train #RailwayService #SouthEasternRailway #CycloneDana #Drishtibhongi
এবছর বঙ্গে প্রস্তুত হওয়া এবং শিবকাশিতে তৈরি হওয়া বাজির দাম বাড়তে চলেছে।
#FireCrackers #Price #BajiBazar #Kalipujo #Drishtibhongi