← রাজ্য বিভাগে ফিরে যান
দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাল রাত থেকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় টানা বৃষ্টি হয়েই চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সারাদিন আকাশ মেঘলা থাকার সাথে টানা বৃষ্টি আজও হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকার পূর্বাভাস আছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে।
উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে সোমবার পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিংয়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।