খেলা বিভাগে ফিরে যান

দুরন্ত ভারত! মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়ন

August 12, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পিছিয়ে থেকেও দুর্দান্ত লড়াই করে মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। ফাইনালে দু’গোলে পিছিয়ে পড়ার পরেও ‘মেন ইন ব্লু’ ব্রিগেড জিতল ৪-৩ ব্যবধানে।

খেলার ৮ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত। গোল করতে ভুল করেননি যুগরাজ সিংহ। ১৪ মিনিটে দুর্দান্ত ফিল্ড গোল করে মালয়েশিয়াকে সমতায় ফেরান আবু কমল। প্রথম কোয়ার্টারের খেলা শেষ হয় ১-১ গোল। ১৭ মিনিটে গোল করে মালয়েশিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রাজ়ি রহিম। ২৭ মিনিটে আবার গোল করে মালয়েশিয়া। ৩-১ গোলে এগিয়ে যায় মালয়েশিয়া।

দ্বিতীয় কোয়ার্টারে ১-৩ গোলে পিছিয়ে পড়েও ভারতীয় দল অবশ্য হাল ছাড়েনি। সমানে সমানে লড়াই চালিয়ে গিয়েছে। তৃতীয় কোয়ার্টারের রুদ্ধশ্বাস শেষ মিনিটে পর পর দু’গোল দিয়ে সমতা ফেরায় ভারত। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

গোটা টুর্নামেন্টে অনবদ্য ছন্দে খেলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে চিনকে ৭-২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারতীয় দল। পরের ম্যাচে জাপানের কাছে আটকে গেলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে চূর্ণ করে দেয় ভারতীয় দল। জাপানকেই সেমিফাইনালে ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে হরমনপ্রীত সিংরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Hockey

আরো দেখুন