ভ্রমণপ্রিয়দের জন্য সুখবর! এবার রাতের ট্রেনে করে দীঘা গিয়ে ভোরে পৌঁছে যাবেন সমুদ্রসৈকতে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা সপ্তাহে কাজের শেষে সপ্তাহান্তে ছুটি কাটাতে ভ্রমণপ্রিয় বাঙালি ছুটে চলে যান দীঘার সমুদ্রসৈকতে। কিন্তু রাতে ট্রেনে করে সকালে দীঘায় নামার ব্যবস্থা এতদিন ছিল না। ফলে সময় নষ্ট হত অনেক। দীঘায় যাওয়ার ট্রেন শুধুমাত্র ভোরবেলা কিংবা সকালেই ছিল এতদিন। আর তাতে টিকিট পাওয়া নিয়েও বিস্তর সমস্যায় পড়তে হতো।
এবার সেই সমস্যা দূর হতে চলেছে। এখন থেকে রাতে ট্রেন ছাড়বে। আর ভোরে পর্যটরদের পৌঁছে দেবে সমুদ্রসৈকতে। ফলে অভিসের কাজ মিটিয়ে রাতে ট্রেনে চেপে ভোরবেলায় সমুদ্রসৈকতে ভ্রমণ। ফের রাতে ট্রেনে চেপে পরদিন অফিস।
তবে এখন পরীক্ষামূলকভাবে এই রাতের ট্রেনে দীঘা সফর পরিষেবা চালু করা হচ্ছে। সেটা যদি সফল হয় তাহলে সারা বছরের জন্য এই পরিষেবা বাস্তবায়িত হতে পারে বলে সূত্রের খবর। হাতে আর দু’দিন বাকি। তারপরই দেশজুড়ে পালিত হবে ৭৬তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে আজ, শনিবার এবং আগামীকাল রবিবার সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার বিশেষ ট্রেন ছাড়বে। রাতেই এই ট্রেন ছাড়বে। আর ভোরে পর্যটরদের পৌঁছে দেবে সমুদ্রসৈকতে।