← দেশ বিভাগে ফিরে যান
ভোটার তালিকায় নাম বাদ নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯৬০ সালের রেজিস্ট্রেশন অব ইলেক্টরস রুলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন প্রাক্তন আমলা এম জি দেবসহায়ম, সোমসুন্দর বুরা ও আদিতি মেহতা।
মামলাকারীদের বক্তব্য ছিল ১৯৬০ সালের ওই নিয়মে কোনওরকম খোঁজখবর না নিয়ে ও বক্তব্য না শুনেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষমতা দিয়েছে কমিশনকে। ওই নিয়ম বাতিলের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে আগাম নোটিস ছাড়া ভোটার তালিকা থেকে কোনও নাম বাদ দেওয়া হবে না। যদিও নির্বাচন কমিশনের আশ্বাস পাওয়ার পর সেই মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।