বাদল অধিবেশন শেষ, এবার মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে চলেছে ‘INDIA’জোট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মণিপুর ইস্যুতে প্রথমদিন থেকে ঝড় তুলে শুক্রবার শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন। শেষদিনও একাধিক বিল পেশ হয়েছে। লোকসভায় যখন একের পর এক বিল পেশ এবং পাশ করানোর প্রক্রিয়া চলছে, তখন সংসদের বাইরে এককাট্টা হয়ে বিরোধীরা আক্রমণ শানিয়েছে মোদী সরকারের দিকে। অধিবেশনের শুরু থেকেই এক হয়ে সংসদের অভ্যন্তরে, বায়রে লড়াই করেছে INDIA জোটের সাংসদরা।
এবার ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মুম্বই বৈঠকে বিরোধী জোট ‘INDIA’র লক্ষ্য সমন্বয়ের কাজ মসৃণ করতে প্রয়োজনীয় কমিটিগুলি তৈরি করে ফেলা। বিরোধী জোট সূত্রের বক্তব্য, এর পরে বিরোধী কৌশল তৈরির কাজ খুব দ্রুত করার চেষ্টা করা হবে, কারণ হাতে সময় বেশি নেই। আপাতত স্থির হয়েছে যে রাজ্যে যে দল শক্তিশালী, তার পাশে দাঁড়াবে বাকিরা। বিহার, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে যথাক্রমে জেডিইউ-আরজেডি, শিবসেনা এবং ডিএমকে-ই ‘ইন্ডিয়া’কে নেতৃত্ব দেবেন। কিন্তু কেরল, দিল্লি বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে (যেখানে ‘INDIA’র সদস্যরা পরস্পর যুযুধান) কী ভাবে এগোনো হবে, তা ক্রমশ চূড়ান্ত করার চেষ্টা হবে। তৈরি হবে ‘ইন্ডিয়া’র একটি নিজস্ব টুইটার হ্যান্ডল এবং সামাজিক মাধ্যমের অন্যান্য ক্ষেত্রে সাধারণ অ্যাকাউন্ট। এ ছাড়াও একটি দল অন্যের সাংবাদিক সম্মেলন ভাগ করে নেবে বলেও স্থির হয়েছে।
রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন সংবাদমাধ্যমকে বলেন, “এর পরের শীতকালীন অধিবেশনে আমাদের প্রতিবাদের স্বর দশ গুণ বাড়বে।” জানা গিয়েছে, শীতকালীন অধিবেশনেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থার সমতুল্য প্রস্তাবটি আনা হবে। প্রস্তাবের খসড়া ‘INDIA’ জোটের সংশ্লিষ্ট কমিটি করেছে বলে সূত্রের খবর।