বদলাচ্ছে আবহাওয়া! রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।
দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা , বীরভূম, মুর্শিদাবাদ জেলায়।
রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে।
উত্তরবঙ্গের ৫ জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবা আছে। বৃষ্টিপাতের পরিমাণ ৭০ মিমির থেকে ২০০ মিমির মধ্যে থাকবে। এই ৫ জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে।