খেলা বিভাগে ফিরে যান

ফলোয়ার্স সংখ্যায় ইতিহাস রোনাল্ডোর, পিছিয়ে পড়লেন মেসি

August 14, 2023 | < 1 min read

ফলোয়ার্স সংখ্যায় ইতিহাস রোনাল্ডোর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম ব্যক্তি হয়ে ইনস্টাগ্রামে ৬০০ মিলিয়ন ফলোয়ার্স বানিয়ে ইতিহাস গড়েছেন। গতবছর মে মাস থেকে এখনও পর্যন্ত ১৫০ মিলিয়ন ফলোয়ার্স বেড়েছে। ইনস্টাগ্রামে ফুটবল থেকে শুরু করে পরিবার-সব কিছু নিয়েই ভক্তদের নিয়মিত আপডেট দেন রোনাল্ডো ।

ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যার নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে ফুটবলার লিওনেল মেসি (৪৮২ মিলিয়ন) এবং গায়িকা সেলেনা গোমেজ(৪২৭ মিলিয়ন)।

ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যার নিরিখে প্রথম ১০-এ আছেন – কাইলি জেনার, ডোয়েন “দ্য রক” জনসন, আরিয়ানা গ্র্যান্ডে, বিয়ন্স, ক্লো কার্দাশিয়ান, জাস্টিন বিবার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Instagram, #Cristiano Ronaldo, #followers

আরো দেখুন