ঘূর্ণাবর্তের ফলায় ভাসবে বঙ্গ? রইল UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সকাল থেকেই একাধিক জেলায় আকাশের মুখ ভার হয়ে আছে। দক্ষিণবঙ্গে তেমন ভারী বর্ষণের পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। আজ বা আগামিকাল বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামিকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আপাতত রাজ্যে তাপমাত্রার তেমন হেরফের হবে না।
কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েকটি দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রির আশপাশে।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
আজ দার্জিলিঙে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টি হবে শুধুমাত্র জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে। তাছাড়া কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।