খেলা বিভাগে ফিরে যান

ছুটছে ইস্টবেঙ্গল, পঞ্জাবকে হারিয়ে ডুরান্ডের নকআউটে লাল-হলুদ শিবির

August 16, 2023 | 2 min read

ডুরান্ডের নকআউটে লাল-হলুদ শিবির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডার্বি জয়ের পর থেকেই ফুটছে লাল-হলুদ শিবির, আজ ডুরান্ডের দ্বৈরথে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও পঞ্জাব এফসি। পঞ্জাবকে হারিয়ে ডুরান্ড কাপের নকআউটে পৌঁছে গেল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। সিভেরিও করা গোলেই নকআউটের রাস্তা পেল লাল-হলুদ ব্রিগেড।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে আরম্ভ করে পঞ্জাব। ম্যাচ শুরুর ৬ মিনিটেই ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে পড়েছিলেন জুয়ান। গোলরক্ষক গিল পঞ্জাবের আক্রমণকে প্রতিহত করেন। ম্যাচের ১০ মিনিটে ফের পঞ্জাব লাল-হলুদ বক্সে ঢুকে পড়ে। কিন্তু পঞ্জাবের রিকি সরাসরি বলটি ইস্টবেঙ্গল গোলরক্ষক গিলের হাতে মারেন। ম্যাচের কুড়ি মিনিটে ফ্রি কিক পেয়েও গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। ম্যাচের ২২ মিনিটে সিভেরিওর করা গোলে, এক গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। সেই বলটি কর্ণার হয়। সেখান থেকেই বোরহা কর্ণার নেন, সিভেরিওর হেডে এগিয়ে যায় লাল-হলুদ।

এক গোলে এগিয়ে যেতেই আক্রমণের ঝড় তোলে ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষে ছন্দ হারায় পঞ্জাব। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি লাল-হলুদ শিবিরের হাতে চলে যায়। ম্যাচের ৪০ মিনিটে আবারও সুযোগ তৈরি করেছিল সিভেরিও। মহেশের বাড়ানো বলে সিভেরিও হেড দেন। যদিও পোস্টে লেগে তা ফিরে যায়। ১-০-তে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে সাজঘরে ফেরে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পঞ্জাবের উপর চাপ বাড়াতে থাকে সিভেরিওরা। খেলায় ফিরতে মরিয়া পঞ্জাব একাধিক পরিবর্তন করেন একাদশে। ৬৩ মিনিটে আক্রমণে যায় ইস্টবেঙ্গল কিন্তু গোলের মুখ খুলতে পারেননি নন্দকুমার। এরপরেই বোরহাকে তুলে নিয়ে, পাদ্রোকে নামান লাল-হলুদ কোচ। ৭৩ মিনিটে ম্যাচের নায়ক সিভেরিওকে উঠিয়ে নেন কোচ কার্লেস। পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামা কেল্টন খেলার ৭৮ মিনিটে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও ব্যর্থ হন। নির্ধারিত সময়ের খেলার শেষ পাঁচ মিনিটে জোড়া আক্রমণে যান নন্দকুমার। যদিও দুই ক্ষেত্রেই বল ফিনিশ হয়নি, ফলে ব্যবধান বাড়াতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ছয় মিনিট বরাদ্দ করেন রেফারি।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Football, #Durand Cup, #Punjab FC

আরো দেখুন