দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে? উত্তরে আবহাওয়ার হালহকিকত কী?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য জুড়ে ১৮ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি হবে। আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণ পশ্চিম বাংলাদেশের একটি ঘূর্ণবর্ত ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে সরবে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় হিমালয় সংলগ্ন এলাকায়। সেই কারণে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্য জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আগামী দুদিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে।