রাজ্য বিভাগে ফিরে যান

ফের নিম্নচাপের ভ্রূকুটি, ভারী বর্ষণে ভাসবে বাংলার একাধিক জেলা

August 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বৃহস্পতিবার বাংলার ৯টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের জানিয়েছে, ১৭- ২৪ অগাস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। আজ উত্তরবঙ্গের ৫টি জেলা এবং দক্ষিণবঙ্গের ৪টি জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।   

সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দক্ষিণ বাংলাদেশের ওপরেও তৈরি ঘূর্ণাবর্ত।  ১৭ এবং ১৮ তারিখে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে বঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

 কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে।  

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#rainfall, #West Bengal, #Weather forecast, #Weather Update

আরো দেখুন