কলকাতা বিভাগে ফিরে যান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে ABVP-RSF-এর সংঘর্ষ

August 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ABVP- RSF-এর সংঘর্ষে আজ বিকেলে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে। এই সংঘর্ষের ফলে দু’পক্ষের অনেকে আহত হয়েছে। ছাত্রমৃত্যুর প্রতিবাদে ABVP-র অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ABVP অভিযোগ করে শুভেন্দুকে কালো পতাকা দেখিয়েছে RSF। RSF পাল্টা অভিযোগ করেছে হঠাৎ করেই তাদের উপর হামলা চালানো হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#jadavpur university, #abvp, #rsf

আরো দেখুন