বিনোদন বিভাগে ফিরে যান

বনশলের অনুমতি নিষ্প্রয়োজন, ভাস্করের Nayak:The Hero কে মুক্তি দিল আদালত

August 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিঙ্গল বেঞ্চের রায়ের পর বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চও জন্যে দিল প্রযোজক আর ডি বনশল নয়, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমার চিত্রনাট্যের স্বত্বের অধিকার চিত্রনাট্যকারেরই, যিনি আর কেউ নন, সত্যজিৎ বাবু নিজেই।

স্বত্বের অধিকার যে চিত্রনাট্যকারেরই, তাই নিয়ে এবছর মে মাসেই রায় ঘোষণা করে দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বৃহস্পতিবার সেই রায়কেই সমর্থন জানিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা ও তুষার রাও গেড়েলার ডিভিশন বেঞ্চ, এমনটাই সংবাদ মাধ্যমের খবর।

১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের নায়ক-কে ঘিরে ২০২৩ সালে হঠাৎ কেন আইনি জটিলতা?

আসলে, নায়ক সিনেমার চিত্রনাট্যের ভিত্তিতে Nayak:The Hero নামক একটি উপন্যাস লিখেছেন ভাস্কর চট্টোপাধ্যায়, যা বই আকারে প্রকাশ করেছে হার্পার কলিন্স। এরপরই প্রযোজক আর ডি বনশলের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়, যে তাদের অনুমতি ছাড়াই এই বই ছাপা হয়েছে।

কিন্তু দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় এবং Ray Society হার্পার কলিন্সকে যে অনুমতি দিয়েছে তা বৈধ। সুতরাং প্রযোজকের অনুমতি আর দরকার নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Satyajit Ray, #Uttam Kumar, #court, #Nayak the real hero, #Bhaskar Chatterjee

আরো দেখুন