কলকাতা বিভাগে ফিরে যান

আজ শহরে রাষ্ট্রপতি, কোথায় হবে যান চলাচল নিয়ন্ত্রণ, জেনে নিন

August 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঝটিকা সফরে কলকাতায় আসছেন। স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতির সফরে নিয়ন্ত্রণ করা হবে শহরের যান চলাচল।

বেলা সাড়ে এগারোটা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । এরপর যাবেন গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে, এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। সেখান থেকে ভারতীয় নৌসেনার আধুনিক রণতরী বিন্ধ্যগিরি আনুষ্ঠানিকভাবে জলে ভাসাবেন রাষ্ট্রপতি।

এরপর, রাজভবনে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখান থেকে ব্রহ্মা কুমারিস- এর উদ্যোগে কলকাতায় নেশা মুক্তি অভিযানের সূচনা করবেন যিনি। আজ বিকেলেই তিনি দিল্লি ফিরে যাবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরের জন্য সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত ই এম বাইপাস, এজেসি বোস রোড ফ্লাইওভার, হসপিটাল রোড, খিদিরপুর রোড, রেড রোড, গার্ডেনরিচ রোড সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রন করা হবে বলে বুধবার কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যদিকে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শহরে পন্যবাহী যান চলাচল নিয়ন্ত্রন করা হবে বলেও জানান হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Traffic Regulation, #Kolkata Police, #President of India, #Droupadi Murmu

আরো দেখুন