টাকার দামে বড় পতন, ১ ডলার এখন ৮৩ টাকার চেয়েও বেশি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য অনেকটা কমল। প্রতি ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রা নেমে গেল ৮৩ টাকার চেয়েও বেশি। এদিন দুপুর সওয়া দুটো নাগাদ ভারতীয় মুদ্রার মূল্য দাঁড়িয়েছে ৮৩ টাকা ১২ পয়সা। টাকার মূল্যের এই অধগামিতা একাধিক বাহ্যিক কারণ এবং এটি নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত অভ্যন্তরীণ প্রচেষ্টার অভাবের কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে সামগ্রিক অর্থনীতি, স্টক এবং বন্ড মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে, যার ফলে উচ্চ এবং ব্যয়বহুল আমদানি এবং কম বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
এই অবমূল্যায়নের নেপথ্যে আন্তর্জাতিক কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা অনেকে মনে করছেন, দু-তিনটি কারণে এটা হচ্ছে। প্রথমত, মার্কিন ফেডারেল রিজার্ভ দীর্ঘ মেয়াদে সুদের হার বাড়িয়ে রাখতে পারে। সেই উৎকণ্ঠা থেকে মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে। চিনের মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন ঘটেছে। তাতে রফতানি বাণিজ্যে প্রতিযোগিতা বেড়েছে। সেই কারণেও টাকার দামে পতন ঘটে থাকতে পারে।