← রাজ্য বিভাগে ফিরে যান
বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ, আবার টানা বৃষ্টিতে ভিজবে বাংলা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে বাংলায় আরও কিছুদিন চলবে বৃষ্টি।
বঙ্গোপসাগর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ২১ থেকে ২৬ আগস্ট প্রবল আর্দ্রতা ঢোকার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দিনের তাপমাত্রার পরিবর্তন সেভাবে না হলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।