আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

মার্কিন মুলুকে রপ্তানিকৃত ভারতীয় পণ্যের কত শতাংশ‌ বাংলার? জানলে চমকে যাবেন

August 19, 2023 | < 1 min read

মার্কিন মুলুকে রপ্তানিকৃত ভারতীয় পণ্যের কত শতাংশ‌ বাংলার?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রপ্তানিতে দেশের সেরা বাংলা। বাংলা থেকে মার্কিন মুলুকে পণ্য রপ্তানি দেড় গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার ইন্দো আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের অর্থদপ্তরের প্রধান মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা।

অমিত মিত্র জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে বাংলা থেকে জো বাইডেনদের দেশে প্রায় দেড় হাজার কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৫৫ শতাংশ। ভারত থেকে যে পরিমাণ পণ্য আমেরিকার বাজারে রপ্তানি হয় তার অন্তত ১০ শতাংশ বাজার দখল করেছে বাংলা। এখান থেকে যে ১০টি পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় তার মোট মূল্য ৩৮৩ কোটি মার্কিন ডলার। এই তালিকায় রয়েছে সোনার গয়না, চিংড়ি, পরচুলা তৈরির কাঁচামাল, ফেরো সিলিকো ম্যাঙ্গানিজ, চাল ইত্যাদি। সবচেয়ে বেশি রপ্তানি হয় সোনার গয়না। এর মূল্য প্রায় ১২৬ কোটি মার্কিন ডলার। প্রসঙ্গত গত অর্থবর্ষে মার্কিন মুলুক থেকে যে পরিমাণ পণ্য এদেশে এসেছে তার চেয়ে বেশি পণ্য গিয়েছে সে দেশে।

TwitterFacebookWhatsAppEmailShare

#america, #USA, #Export, #West Bengal, #products

আরো দেখুন