দেশ বিভাগে ফিরে যান

Email, Whatsapp-এ আধারের তথ্য নয়! কী সতর্কবার্তা দিচ্ছে UIDAI?

August 20, 2023 | 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী আমলে দেশবাসীর কাছে সবচেয়ে প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে আধার কার্ড। আধারের তথ্যকে ঘিরেই প্রতারণার নিত্যনতুন ফাঁদ পাতছে প্রতারকের দল। প্রতারণার ঘটনা ক্রমে বেড়েই চলেছে। প্রতারণার কথা জানতে পেরেই আম জনতাকে সতর্ক করে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। ইমেল বা হোয়াটসঅ্যাপে কাউকে আধার সংক্রান্ত তথ্য দিতে নিষেধ করছেন তারা। সম্প্রতি ইউআইডিএআই ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড আপডেট করতে বলেছে। প্রতারকরা এই সুযোগকেই কাজে লাগাচ্ছে, আধার আপডেটের জন্য অনেকের কাছে মেসেজ আসছে। হোয়াটসঅ্যাপ বা ইমেলে আধার সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হচ্ছে মেসেজে। এই জাতীয় মেসেজ সম্পর্কে সতর্ক করেছে ইউআইডিএআই। আদপে এহেন মেসেজ প্রতারণার ফাঁদ। আপডেটের নামে ইমেল বা হোয়াটসঅ্যাপে পরিচয়পত্র, ঠিকানা ইত্যাদির প্রমাণ সংক্রান্ত নথি পাঠানোর বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তারা সাফ জানিয়েছে, ইউআইডিএআই কখনওই মেসেজের মাধ্যমে নথি চায় না।

টুইটারে অর্থাৎ এক্সে ইউআইডিএআই কর্তৃপক্ষ জানিয়েছে, আধার আপডেট করতে তারা কখনও পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি চায় না। অনলাইনে মাইআধার পোর্টালের মাধ্যমে আপডেট করতে হয়, তা সম্ভব না হলে; নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করাতে হয়।


অধিকাংশ নাগরিকের আধারই ১০ বছরের বেশি পুরনো। তা আপডেটও করা হয়নি। সেই কারণে বিনা খরচে আধার আপডেটের সুযোগ দিচ্ছে ইউআইডিএআই। গত ১৪ জুন পর্যন্ত নিখরচায় এই পরিষেবার মেয়াদ ছিল। তা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

যেকোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে, এমনকি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতেও এখন আধার বাধ্যতামূলক। প্রতারকদের নজর পড়েছে, এহেন গুরুত্বপূর্ণ এক নথিতে। এর আগে কোনও অপরিচিত ব্যক্তিকে আধার কার্ড সংক্রান্ত তথ্য দেওয়া নিয়ে সতর্ক করেছিল ইউআইডিএআই। এবার প্রতারণার নয়া ফাঁদ নিয়েও তারা দেশবাসীকে সাবধান করল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Aadhaar Card

আরো দেখুন