খেলা বিভাগে ফিরে যান

ঘরের মাঠে সাদার্ন সমিতির কাছে ২-০ হার মোহনবাগানের

August 20, 2023 | < 1 min read

ঘরের মাঠে সাদার্ন সমিতির কাছে ২-০ হার মোহনবাগানের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ঘরের মাঠে মোহনবাগান নেমেছিল সাদার্ন সমিতির বিরুদ্ধে।

ম্যাচের প্রথমার্ধের ১৯ ও ২৪ মিনিটের মাথায় সাদার্ন সমিতির সৌগত দু গোল করে এগিয়ে দেয় দলকে। মোহনবাগান অনেক চেষ্টা করেও পুরো ম্যাচে গোল করতে সক্ষম হয়নি। ৯০ মিনিট শেষ হতে অতিরিক্ত ৯ মিনিট সময় দেয় রেফারি কিন্তু সেখানেও গোল করতে ব্যর্থ সবুজ-মেরুন শিবির। ২-০ গোলে সাদার্ন সমিতি হারায় মোহনবাগানকে।

এই হারের পর রাগে, হতাশায় মাঠে জলের বোতল ছোঁড়ে সবুজ মেরুন সমর্থকরা। মোহনবাগান CFL অভিযান দারুণ শুরু করলেও যথারীতি ব্যাকফুটে মোহনবাগান।

TwitterFacebookWhatsAppEmailShare

#CFL, #Southern Samity, #mohunbagan

আরো দেখুন