বিনোদন বিভাগে ফিরে যান

এবার সন্দীপ রায়ের ‘নয়ন রহস্য’-তে বাহুবলী খ্যাত অভিনেতা, কোন চরিত্রে তিনি?

August 21, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘হত্যাপুরী’র পর এবার বড় পর্দায় আসছে ‘নয়ন রহস্য’ ৷ আরও একবার ফেলুদা হিসাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে বেছে নিয়েছেন সন্দীপ রায় ৷ শুধু তাই নয়, এবারও নতুন ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্তর সাথে দেখা যাবে তোপসে আয়ূষ দাস এবং জটায়ুর অভিজিৎ গুহকে। এছাড়াও দেখা যাবে ‘হত্যাপুরী’ ছবির অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায়কে ৷

এবার এই ছবি নিয়ে সামনে এল আরেকটি বড় খবর প্রকাশ্যে এসেছে ৷ জানা গিয়েছে, ছবিতে খলনায়কদের মধ্যে দেখা যাবে দক্ষিণী সুপারহিট ‘বাহুবলী’ ছবির এক অভিনেতাকে ৷ এই অভিনেতার নাম চরণদীপ সুরেননি ৷ রাজামৌলির ছবিতে তিনি অভিনয় করেছিলেন কালকেয়ার ভাইয়ের চরিত্রে ৷ এবার তাঁকেই ছবিতে ব্যবহার করবেন সন্দীপ ৷ সূত্রের খবর অনুযায়ী অভিনেতার সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছে ৷ তবে এখনও পর্যন্ত ছবির মুক্তির দিনক্ষণ প্রকাশ করতে চাননি সন্দীপ রায়। ছবিতে ‘দানব’ গাওয়াঙ্গির জন্য বিশালাকৃতির অভিনেতার প্রয়োজন বলে সম্ভবত তাঁকে এই চরিত্রে বেছে নেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে পরিচালক রহস্যটা রেখেই দিয়েছেন।

‘পাঠকরা নয়ন রহস্য়’ গল্পটির সাথে সুপরিচিত। নয়ন নামের এক তরুণকে নিয়ে গড়ে ওঠে এই কাহিনি ৷ ফেলুদা তাকে প্রথমবার দেখে একটি ম্যাজিক শোয়ে ৷ এই নয়ন সেখানে জ্যোতিষ্ক নামেই খ্যাত ৷ সে সমস্ত জটিল প্রশ্নের জবাব দিতে পারে ৷ সুনীল তরফদার নামের এক ম্যাজিশিয়ান তাকে প্রথমবার জনতার সামনে নিয়ে আসে ৷ সে চায় তাকে নিয়ে মাদ্রাজে শো করতে ৷ এদিকে প্রথম শো হিট হওয়ার পর রীতিমতো নাম ছড়িয়ে পড়ে জ্যোতিস্কর ৷ অনেকেই তাকে দিয়ে নানা কাজ করিয়ে নিতে চায় ৷ সেই প্রস্তাব আসে সুনীলের কাছেও ৷ কিন্তু সুনীল নারাজ ৷ চার জন ব্যক্তির কাছ থেকে আসা নানা ধরনের প্রস্তাব সে ফিরিয়ে দেয় ৷ তারা হুমকি দেয় জ্যোতিস্কর ক্ষতি তারা করবেই৷ শেষে ত ফেলুদার দ্বারস্থ হয় সুনীল ৷ এবার কোন দিকে মোড় নেয় গল্পের কাহিনি ৷ জানা যাবে ছবিটি দেখলেই ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#feluda, #Sandip Ray, #Bahubali, #New Feluda Film

আরো দেখুন