দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভার শপথে ভাষায়, পোশাকে বাঙালিয়ানার ছোঁয়া রাজ্যের অধিকাংশ সাংসদদের

August 21, 2023 | < 1 min read

রাজ্যসভার শপথে ভাষায়, পোশাকে বাঙালিয়ানার ছোঁয়া রাজ্যের অধিকাংশ সাংসদদের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সোমবার সকাল ১১টায় রাজ্যসভায় শপথ নিলেন তৃণমূল কংগ্রেসের পাঁচ সাংসদ। এদিন আবার শপথ নিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ও দোলা সেন।

এদিন তৃণমূলের পক্ষে শপথ নিলেন সামিরুল ইসলাম ও প্রকাশ চিক বরাইক । তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

রাজ্যসভায় বাঙালিয়ানার ছোঁয়া লাগিয়ে ধুতি-পাঞ্জাবি পরে এদিন সাংসদ হিসেবে শপথ নিলেন ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, সামিরুল ইসলাম ও প্রকাশ চিক বরাইক। শাড়ি পড়েছিলেন দোলা সেন। বাংলায় শপথ নিলেন ডেরেক, সুখেন্দু, দোলা এবং সামিরুল।

প্রসঙ্গত, বর্তমানে রাজ্যসভার যে ২২৫ জন সংসদ রয়েছেন, তার মধ্যে সব থেকে কম সম্পত্তির তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ প্রকাশ চিক বরাইক।

এদিন রাজ্য থেকে সাংসদ হিসেবে শপথ নেন বিজেপির উত্তরবঙ্গের নেতা অনন্ত মহারাজও।

TwitterFacebookWhatsAppEmailShare

#bangaliana, #Rajyasabha, #Swearing In Ceremony, #TMC MPs

আরো দেখুন